মহাখালীতে যাত্রীবাহী ট্রেনে ইটপাটকেল ছুড়ল তিতুমীরের শিক্ষার্থীরা, শিশুসহ কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৫:০০| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৬:০৫
অ- অ+

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলন থেকে হামলা চালানো হয়েছে নোয়াখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী।

সোমবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।

রেলে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি বলেন, “উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে সঠিখ সংখ্যাটা বলা যাচ্ছে না।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।”

এদিকে এর আগে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছে। পরে ট্রেনটিকে পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকায় আনা হয়েছে।

হামলার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের পাথরের আঘাতে একজন পুরুষ, মহিলা আহত হয়েছেন। এছাড়া রক্তাক্ত অবস্থায় এক শিশুকেও দেখা গেছে।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় আন্তঃনগর ট্রেন জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস আটকে আছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
রোকেয়া ও মোস্তফা রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-পলকসহ ৯ জন
হিন্দু-মুসলমান এক সঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খানখান করব: রিজভী
সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে বাংলাদেশে যাত্রী পরিষেবা বাড়াচ্ছে সৌদিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা