ঈদুল আজহায় ট্রেনের আগাম টিকিট বিক্রি কখন, জেনে নিন

আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২১ মে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর যথাক্রমে ১ জুন থেকে ৬ জুনের টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।
প্রাথমিকভাবে এসব তথ্য জানায় রেলওয়ে অধিদপ্তর। রেলের তথ্যমতে, এবারের ঈদযাত্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুই জোড়া ট্রেন রাখা হয়েছে। কুরবানি পশু পরিবহণের জন্য তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা।
ঈদের আগাম টিকিট বিক্রির প্রথম দিন ২১ মে বিক্রি হবে ৩১ মে যাত্রার টিকেট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট। ২ জুন যাত্রার টিকিট মিলবে ২৩ মে। ৩ জুন যাত্রার টিকিট বিক্রি হবে ২৪ মে। ২৫ মে ৪ জুনের টিকিট এবং ২৬ ও ২৭ মে দেওয়া হবে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট।
(ঢাকাটাইমস/৫মে/মোআ)

মন্তব্য করুন