দাঙ্গা-হামলা ও গুলিভর্তি ম্যাগজিন চুরি

আট হাজার শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৫| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:২৭
অ- অ+

ভাঙচুর, হামলা, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার অজ্ঞাতনামা শিক্ষার্থীকে আসামি করে মামলা হয়েছে।

রাজধানীর সূত্রাপুর থানার পুলিশের উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর রবিবার এ মামলা করেন।

সোমবার মামলার এজাহার আদালতে আসার পর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আগামী ২৪ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭/৮ হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রের (পিস্তল) গুলি ভর্তি ম্যাগজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করে। কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, জীবননাশের হুমকি প্রদান এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের আর্মড পুলিশকার (এপিসি) ও ডিউটিরত পুলিশের মটরসাইকেল ভাঙচুর করে দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন মাজহারুল হক
আইপিএল: দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস
জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা