খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ২২:৫২
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

বুধবার মতিঝিল থানাধীন আরামবাগ ঝিলপাড় জামে মসজিদ-এ অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), মরহুম আরাফাত রহমান রহমান কোকো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রূহে মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম ওয়াহিদুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ১০ নং ওয়ার্ড সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা আবদুস সাত্তারের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতিঝিল থানা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মো:আক্তার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাই, বিএনপি নেতা জাহিদ, মো: ইসমাইল, যুবদল কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন আনু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম রনি, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রানী বাবু, সাধারণ সম্পাদক আহমদ আলী, সহ-সভাপতি সোলায়মান, সদস্য ইকবাল হোসেন ছোটন, ১০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফজলুর রহমান ফজু, সদস্য সচিব নুরুল আফসার ফারুক, সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে এতিম বাচ্চাদের এর মাঝে খাবার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা