বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ২০:১২
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনও ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার বিকালে উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি যুবসমাজ তৈরি করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম।

মহান স্বাধীনতা দিবস মিনিবার ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।

সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক,সাবেক যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজাউনুল হক রিয়াজ, মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য আফাজ উদ্দিন আফাজ,আহসান হাবিব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্মআহবায়ক নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য মো. রাশেদ আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী খলিল মোল্লা।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
রোকেয়া ও মোস্তফা রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-পলকসহ ৯ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা