ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নসাৎ করতে বিএনপি সজাগ আছে: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ২১:২৫
অ- অ+

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি গত ১৭ বছর অনেক চড়াই-উতরাই পাড় করে এসেছে। অন্যায়-অবিচার মোকাবিলা করে রাজপথে ছিলো। নেতাকর্মীরা মৃত্যুকে জয় করতে শিখেছে।

তিনি বলেন, আজকে ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশে বাকস্বাধীনতা ফিরে আসলেও ষড়যন্ত্রকারীরা যদি মনে করেন বিএনপি খুশিতে আত্মহারা হয়ে ঝিমিয়ে পড়েছে তাহলে ভূল করবেন। চক্রান্ত নসাৎ করতে বিএনপি সজাগ আছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভাষানটেকের বিআরপি মাঠে ৯৫নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

জুয়েল বলেন, আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই গণতন্ত্র ধ্বংসের জন্য যেকোন অপকর্ম করতে তারা দ্বিধাবোধ করে না। শেখ হাসিনার বাবা যেভাবে দেশে বাকশাল কায়েম করেছিলো তার যোগ্য কন্যাও দেশ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলো। ইতিহাস তার বাবাকে ক্ষমা করেনি, তার স্বৈরাচারী কন্যাকেও ক্ষমা করেনি।

৯৫ নং যুবদলের আহবায়ক শরিফ আহমেদ বিল্লালের সভাপতিত্বে সদস্য সচিব হানিফ মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, ভাষানটেক থানা যুবদলের আহবায়ক মনির হোসেন বাচ্চু, সদস্য সচিব খন্দকার শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরদার, আব্বাস উদ্দিন খোকন প্রমুখ।

ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা