বিএনপি নেতা বেলায়েত হোসেনের মায়ের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৩০
অ- অ+

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধার মা মেহেরুন নেসা (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুরে বেলায়েত হোসেন মৃধার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য মরহুমার বাসায় যান।

বুধবার সকাল ১০টায় নরসিংদীর শিবপুর নিশ্চিন্তপুর কালিমগর নরলাকপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। নরসিংদীর শিবপুর পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিভেদ ঘুচাতে মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের
মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের, ১-১ সমতা
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা