গাজায় গণহত্যার প্রতিবাদে র্যালীতে দারুস সালাম থানা বিএনপির বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ

গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানীতে প্রতিবাদ ও সংহতি র্যালী করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে দারুস সালাম থানা বিএনপির বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালীটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।
র্যালিতে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে থানার অর্ন্তগত ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী যোগ দেন।
এর আগে র্যালি ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওর্য়াড থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
র্যালীপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থায়ী নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর)

মন্তব্য করুন