অপরিবর্তিত একাদশ নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৫
অ- অ+

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চান নিগার সুলতানা জ্যোতিরা। সেই লক্ষ্যে টস হেরে ফিল্ডিং করছে টাইগ্রেসরা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দল। গত ম্যাচের জয়ী একাদশ নিয়েই এদিন মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, বড় ব্যবধানে হেরেও কোনো পরিবর্তন আনেনি আয়ারল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। দ্বিতীয় ওয়ানডেতেও নিশ্চিতভাবেই সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে টাইগ্রেসরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর আরও ৫টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, শোভহানা মোস্তারি, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার। আয়ারল্যান্ড একাদশ: সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা