বাংলাদেশের বিপক্ষে  শতাব্দীর সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়লেন সেইলস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। বাংলাদেশ তাদের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টেও। ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।

জ্যামাইকা টেস্টে বল হাতে দিনটা ছিল পেসারদেরই। স্বাগতিকদের হয়ে শামার জোসেফ এবং জেইডেন সেইলস ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশ শিবিরে আঘাতটা এনেছিলেন এই দুই বোলার। আর নাহিদ রানা তো পিচে রীতিমতো আগুণ ঝড়িয়েছেন।

সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে সেইলসের বোলিংটাই। দুর্দান্ত একটি স্পেল করেছেন ক্যারিবীয় এই বোলার। প্রথম দিনে তিনি বল করেছিলেন মোট সাত ওভার। তার মধ্যে মেইডেন দিয়েছেন ৬ ওভার। দ্বিতীয় দিনে এসে তিনি বল করেছেন ৮.৫ ওভার। ৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪টি।

সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সেইলসের ইকোনমি ছিল শূন্য দশমিক তিন এক ছয়। একবিংশ শতাব্দীর টেস্টে এক ইনিংসে এটাই সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উমেশ যাদব। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ওভারের স্পেলে তার ইকোনমি ছিল শূন্য দশমিক চার দুই নয়।

টেস্ট ক্রিকেট ইতিহাসে অবশ্য সেইলসের এই বোলিং ফিগার বেশ পিছিয়েই আছে। এই তালিকায় স্থানটা দখল করে আছেন ভারতের স্পিনার রমেশচন্দ্র নাদকার্নি। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভার প্রতি মাত্র শুন্য দশমিক এক পাঁচ রান দিয়েছিলেন এই ভারতীয়। ৩২ ওভার বল করে মেইডেন নিয়েছিলেন ২৭ টিতে। রান দিয়েছিলেন মাত্র পাঁচ।

নাদকার্নি তালিকার তিনে আছেন। দুইয়ে আছেন সেইলসেরই দেশের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার ১৯৫৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৪ ওভার বল করে ১১ ওভারেই রেখেছিলেন মেইডেন।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা