শাস্তির মুখে তাওহীদ হৃদয়, নিষিদ্ধ হলেন ৪ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪০
অ- অ+

খেলোয়াড়ি আচরণবিধি ভঙ্গের কারণে মোহামেডান অধিনায়ক ও জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রবিবার এক বিবৃতিতে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিষিদ্ধ হওয়ায় চলমান ডিপিএলে আগামীকাল (মঙ্গলবার) আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। ওই ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

গত শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলার সময় আচরণবিধি ভঙ্গ করেন হৃদয়।

ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত হৃদয় মেনে নেননি বলে অভিযোগ আনেন মাঠের আম্পায়ার মনিরুজ্জামান টিংকু এবং আলী আরমান রাজন, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ কর্মকর্তা এটিএম ইকরাম।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযোগ অস্বীকার করেছেন হৃদয়। তার বিপক্ষে আনা অভিযোগের বিপক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যোগাযোগের পরও আম্পায়ারদের ড্রেসিংরুমে নির্ধারিত শুনানিতে উপস্থিত হননি হৃদয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ডিপিডিসিএল ২০২৪-২৫ এর আচরণবিধির ৫.২.৬ ধারা অনুসারে, এ ঘটনা নিয়ে কাজ করেন ম্যাচ রেফারি আখতার আহমেদ এবং শাস্তি হিসেবে ১০,০০০ টাকা জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।’

বিসিবির আচরণবিধির ধারা ২.৮ এর অধীনে লেভেল-১ অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে হৃদয়কে। যা ‘ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ’-এর সাথে সম্পর্কিত। লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কতা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা বা এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

সর্বশেষ ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় মোট আট ডিমেরিট পয়েন্ট আছে হৃদয়ের। আগেই সাত ডিমেরিট পয়েন্ট ছিল তার। ফলে চার ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা