টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর, হোয়াইট ওয়াশ এড়াতে বোলিংয়ে তাকিয়ে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ২৩:৩৬
অ- অ+
ছবি সংগৃহীত

হোয়াইট ওয়াশের চোখ রাঙানি। তিন ম্যাচের এই সিরিজে ইতিমধ্যে দুই ম্যাচ হেরে বসে আছে বাংলাদেশ। এমন আবহে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুই উদ্বোধনী ব্যাটসম্যানের শত রানের জুটির সুবাদে চ্যালেঞ্জিং স্কোরই (৬ উইকেটে ১৯৬ রান) দিয়েছে স্বাগতিক পাকিস্তানকে।

১৯৭ রানের টার্গেটে এখন ব্যাট করছে পাকিস্তান।

আগের দুটি ম্যাচের মতো আজও টসভাগ্য ভালো ছিল না লিটন দাসের। তবে আগের দুই ম্যাচে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠালেও আজ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে ১১তম ওভারে ১০০ পেরিয়ে যায় টাইগাররা। নিজেদের টিটোয়েন্টি ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো উদ্বোধনী জুটিতে শতরান পেল বাংলাদেশ।

আর এর সুবাদে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের স্কোর করে বাংলাদেশ। শেষ বল পর্যন্ত লড়ে বাংলাদেশ ছয় উইকেটে ১৯৬ রান করতে পারে। এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৭৫ রান, ২০১২ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে।

উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ১০.৪ ওভার ১১০ রানের পার্টনারশিপ গড়েন। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন তারা।

৩৪ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান করেন পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম ম্যাচে এটা তার প্রথম ফিফটি। তরে গত মাসে আরব আমিরাতের বিপক্ষে শারজায় দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। তিনি ৩২ বলে তিন চার আর তিন ছক্কায় এই ইনিংস খেলেন।

দুই ওপেনার আউট হওয়ার পর বড় কোনো জুটি গড়তে পারেননি লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ ও জাকের আলিরা। আর তাতে দুইশো রানের আগেই ইনিংস থামে বাংলাদেশের।

১৮ বলে ২৫ রান করেন তাওহিদ হৃদয়। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলি। ১৮ বলে ২২ রান করে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস।

পাকিস্তানের পক্ষে হাসান আলী দুইটি, আব্বাস আফ্রিদি দুইটি এবং ফাহিম আশরাফ ও সাদাব খান একটি করে উইকেট নেন।

সিরিজের প্রথম দুটো ম্যাচেই টসে হেরে প্রথমে বোলিং করে পাকিস্তানের দুই শতকের টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু টাইগাররা সে পর‌্যন্ত পৌঁছানোর আগেই অলআউট। একটিতে ৩৭ আর অন্যটিতে ৫৭ রানের হার। আজ হারলে হোয়াইট ওয়াশের লজ্জা, আর জিতলে মুখ রক্ষা হবে টাইগারদের।

(ঢাকাটাইমস/১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা