এক্স ছেড়ে ব্লুস্কাইয়ের দিকে ছুটছে ব্যবহারকারীরা

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮
অ- অ+

ব্লুস্কাই একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। ব্লুস্কাই মূলত একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার) এর বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে চলতি বছরের মার্কিন নির্বাচনের পর এটি আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ৬৭ লাখ। তবে দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে। প্রতিদিন প্রায় ১০ লাখ নতুন ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে সাইন আপ করছে। এর রং ও লোগোও এক্সের মতো। এতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত রয়েছে। তবে কেন এত মানুষ এক্স ছেড়ে ব্লুস্কাইয়ের দিকে ছুটছে ব্যবহারকারীরা তা নিয়ে মনে প্রশ্ন আসতেই পারে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক্সের মতো এই সামাজিক মাধ্যমটি। নির্বাচনের শেষ সপ্তাহে বিপুল সংখ্যক এক্স ব্যবহারকারী ইলন মাস্কের সোশ্যাল প্লাটফর্মটি ছেড়ে যোগ দিয়েছেন ব্লুস্কাইয়ে।

অনেক ব্যবহারকারী নিজেদের এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ হিসেবে বলেছেন, ইলন মাস্কের জন্যই তাদের এক্স ছাড়ার সিদ্ধান্ত। তাদের ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এক্সে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ‘ব্যাপকভাবে’ প্রচারণা চালানো হয়। যার ফলে অনেক ব্যবহারকারী সোশ্যাল প্ল্যাটফর্মটি ছেড়ে সাবেক টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ব্লুস্কাইয়ে যোগ দিয়েছেন।

২০১৯ সালে প্রথমবারের মতো যাত্রা শুরুর পর জ্যাক ডরসির ব্লুস্কাই ব্যবহারকারীর সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমটি তাদের ‘পরিবার’ ১৯ মিলিয়নে পৌঁছানোর বিষয়ে জানিয়েছে। এরমধ্যে আছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ছাড়াও ট্রেজারি মন্ত্রী ড্যারেন জোনসসহ বেশকিছু রাজনীতিবিদ।

বিভিন্ন সেলিব্রিটি যেমন পপ গায়িকা লিজো, টাস্ক মাস্টার-এর গ্রেগ ডেভিস, বেন স্টিলার, জেইমি দি কারটিস এবং প্যাটন অসওয়াল্টসহ আরও অনেকেই ব্লুস্কাই-তে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এক্সে তাদের উপস্থিতি সীমিত করার কথা জানিয়েছেন। এমনকি কিছু সেলিব্রিটি পুরোপুরি এক্স ছেড়ে দিয়েছেন।

ব্লুস্কাই-এর বৃদ্ধি উল্লেখযোগ্য হলেও দীর্ঘ সময় ধরে এই গতি বজায় রাখতে পারলে তবেই এটি এক্সের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে।

এক্স তার মোট ব্যবহারকারীর সংখ্যা শেয়ার করে না। তবে ধারণা করা হয় যে এক্স-এর দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি। এর আগে একবার ইলন মাস্ক বলেছেন যে, এক্সে প্রতিদিন ২৫ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকে।

ব্লুস্কাই শুরু হয়েছিল বিনিয়োগকারীদের এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলোর থেকে প্রাপ্ত অর্থায়নে। এভাবে ব্লুস্কাই কয়েক কোটি ডলার তুলেছে। তবে এখন যেহেতু নতুন ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে তাই ব্লুস্কাই-কে চালানোর খরচের জন্য কোনো কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।

টুইটার যখন ভালো অবস্থানে ছিল, তখন এটি বিজ্ঞাপন থেকে সবচেয়ে বেশি আয় করত। তবে ব্লুস্কাই এই পদ্ধতি এড়িয়ে চলতে চায়। তারা জানিয়েছে, তারা ‘পেইড সার্ভিস’ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করবে। যেমন—ব্যবহারকারীরা যদি তাদের ‘ইউজারনেম’–এ কাস্টম ডোমেইন ব্যবহার করতে চান, তাহলে তার জন্য অর্থ প্রদান করতে হবে। এটি ‘ভেরিফিকেশন’–এর একটি নতুন রূপ হতে পারে। কারণ যেই প্রতিষ্ঠান ওয়েবসাইটটি পরিচালনা করবে, তাদের অনুমোদন নিতে হবে ইউজারনেমটি ব্যবহারের জন্য।

যদি ব্লুস্কাই-এর মালিকেরা বিজ্ঞাপন থেকে দূরে থাকতে চান, তাহলে তাদের হয়তো ‘সাবস্ক্রিপশন’ বা অন্যান্য পেইড ফিচারের দিকে নজর দিতে হবে।

উল্লেখ্য, টুইটারের সাবেক প্রধান জ্যাক ডরসি ব্লুস্কাই তৈরি করেছেন। তিনি একসময় বলেছিলেন যে, ব্লুস্কাই-কে একটি ‘ডিসেন্ট্রালাইজড’ সংস্করণ হিসেবে তৈরি করতে চান, যাতে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানা থাকবে না। তবে এখন আর ব্লুস্কাই এর দলের অংশ নন জ্যাক ডরসি। ২০২৪ সালের মে মাসে তিনি বোর্ড থেকে পদত্যাগ করেন এবং সেপ্টেম্বর মাসে তার অ্যাকাউন্টও মুছে ফেলেন।

বর্তমানে ব্লুস্কাই পরিচালনার ভার ও প্রধান মালিকানা সিইও জে গ্রেবার এর হাতে। এটি যুক্তরাষ্ট্রের পাবলিক বেনিফিট করপোরেশন হিসেবে কার্যক্রম চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা