‘ছাত্রলীগে অপরাধীদের স্থান নেই’

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪২

‘জননেত্রী শেখ হাসিনা কোন অপরাধীকে প্রশয় দেন না। তেমনি ছাত্রলীগ কোন অপরাধীকে প্রশয় দেবে না। ছাত্রলীগে বিশৃঙ্খলাকারীদের কোন স্থান নেই। ছাত্রলীগ করতে হলে সুশৃঙ্খল আচরণের অধিকারী যেমন হতে হবে। তেমনি হতে হবে সুশৃঙ্খল জীবনের অধিকারী। মনে থাকতে হবে- দেশ প্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের জন্য ভালবাসা। সমাজের প্রতি হতে হবে দ্বায়িত্বশীল।’

ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বৃহস্পতিবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে মাগুরা জেলা ছাত্রলীগ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তানজেল হোসেন খান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, আব্দুল ফাত্তাহ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ডা. তোফাজ্জেল হক চয়ন, আবু হোসাইন বিপু, আশরাফুল ইসলাম সোহাগ, শওকতুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যের ইতিহাস। এই ঐহিত্য অক্ষুন্ন রাখতে সবাইকে মুল আদর্শ মেনে চলতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে জাতির পিতার মতো আর্কষণীয় করে নিজেকে গড়ে তুলতে হবে। সংগঠনের যে কোন ধরনের বিশৃঙ্খলা, অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। যার প্রমাণ লক্ষীপুরসহ বিভিন্ন জেলায় কেন্দ্রীয় ছাত্রলীগ রেখেছে। ছাত্রলীগ কোন অপরাধীকে প্রশয় দেবে না।’

অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ছাত্রলীগ নেতাসহ মাগুরার অতীত ও বর্তমান সময়ের ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :