কলাপাড়ায় আ.লীগের প্রার্থী মনোনয়নে তৃণমূলে ভোট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ২০:৫৫
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে ভোটাভোটি হলো আওয়ামী লীগের তৃণমূলে। নির্বাচনে মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন দলে একাধিক আগ্রহী প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ার পর এই ভোটাভোটি হয়।

সোমবার লতাচাপলী ইউনিয়ন পরিষদের হলরুমে তৃণমূলের ভোটগ্রহণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে দলীয় ভোটাভোটিতে বেশ হট্টগোল হয়। তৃণমূলের সমর্থন আদায় করতে অর্থকড়ি ঢালাঢালি ছাড়াও প্রভাব-প্রতিপত্তি খাটানোর একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

বেলা ১১ টার দিকে তৃণমূলের ৬১ জন ভোটার তাদে মত জানিয়ে দেন। এর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আানছার উদ্দিন মোল্লা ৪৫ ভোট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস ১৩ ভোট ও অপর একজন তিন ভোট পান।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

আগামী ১৬ এপ্রিলকে ভোটের দিন ধরে এই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ২০ মার্চ এ মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

এই ইউনিয়নের সাধারণ নির্বাচন হয়েছিল ২০০৩ সালের ২ মার্চ। লতাচাপলীর একটি অংশ নিয়ে কুয়াকাটা পৌরসভা গঠন হওয়ায় সীমানা নির্ধারনের জটিলতায় দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, দীর্ঘদিন পর এলাকায় ভোট হচ্ছে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :