ঠাকুরগাঁও সীমান্তে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১৪:১৪

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবুরী সীমান্তে ৩০ বিজিবির জোয়ানরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। সোমবার দিবাগত রাতে ডাবুরী সীমান্তের ৩৬৭/৩ এস পিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝাড়বাড়ী নামক স্থান থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবি একজনকে আটক করলেও অন্যান্য চোরাচালানিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার দিবাগত রাতে ডাবুরী বিওপির সদস্যরা গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ওই সীমান্তের ৩৬৭/৩ এস পিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝাড়বাড়ী নামক স্থানে বিজিবি জোয়ানরা ওৎ পেতে থাকে। ওসময় চোরাকারবারিরা একই পথে আসতে থাকায় বিজিবির টহল টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবি জোয়ানরা রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি হরিপুর উপজেলার মরাধর গ্রামের মৃত সেতাব আলীর ছেলে।

এ ঘটনায় ১২ চোরাকারবারীর বিরুদ্ধে হরিপুর থানায় মামলা হয়েছে। আটককৃত রফিকুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ৩০ বিজিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সবাপতি আবু তোরাব মানিকসহ জেলার ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস।তিনি দাবি করেন, ২০১৫ সালের পর ঠাকুরগাঁও এলাকায় এতবড় চালানের ফেনসিডিল আটকের ঘটনা এই প্রথম।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :