মির্জাপুরে তিন মাদকাসক্তকে দণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:১৬ | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ১৮:০০

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে আটক তিনজনকে সাজা দিয়েছে ভ্রামমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের মজনু ও একই গ্রামের পূর্বপাড়ার হাছেন, ত্রিমোন গ্রামের নরেন্দ্র। এছাড়া অন্য আটকরা হলেন- সদরের আন্ধরা মাঝিপাড়া গ্রামের কার্তিক রাজ বংশী ও সিএনবি এলাকার বিশাল মিয়া।

এদের দুজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদরের পুষ্টকামুরী চুনাতিপাড়া নদীর ঘাট থেকে পাঁচ বোতল ফেন্সিডিলসহ কার্তিক ও ২০ গ্রাম গাঁজাসহ বিশালকে আটক করা হয়।

বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত তিন মাদকসেবনকারীকে আটক করে পুলিশ।

মির্জাপুর থানা উপ-পরিদর্শক মনিরুজ্জামান মুন্সী, এসআই আলাউদ্দীন ও এসআই সিরাজ তাদের আটক করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন তিনজনকে দুইমাস করে সাজা দেয়ার কথা স্বীকার করেন। অন্য দুইজনের নামে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে এসআই মনিরুজ্জামান মুন্সী জানান।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :