সালথা উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৭, ২০:০৯

ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ দস্তাগীর হুসাইন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের নেতৃত্বে গঠিত এক বেঞ্চ এ আদেশ দেন।

গত ৩০ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরখাস্ত করা হয় সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানকে। এরপর তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। যার নম্বর ৫১২২/১৭।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান ঢাকাটাইমসকে জানান, হাইকোর্ট ডিভিশনের ৮ নম্বর কোর্টে বিচারপতি মো. দস্তাগীর হুসাইন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের নেতৃত্বে গঠিত বেঞ্চ আজ বুধবার এই রিট পিটিশনের উপর শুনানি শেষে সালথা উপজেলা চেয়ারম্যান পদ হতে ওয়াহিদুজ্জামানের বরখাস্তাদেশ স্থগিতের এ আদেশ দেন। এতে সালথা উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালনে ওয়াহিদুজ্জামানের আর কোনো বাধা রইলো না বলে তিনি জানান।

সালথা উপজেলার চেয়ারম্যান (বরখাস্তকৃত) ওয়াহিদুজ্জামান এই প্রসঙ্গে বলেন, ৩০ মার্চ স্থানীয় সরকার বিভাগের এক আদেশে আমাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেছিলো।

তিনি বলেন, ওই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট পিটিশন করলে আজ হাইকোর্টের একটি বেঞ্চ মন্ত্রণালয়ের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত করে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :