কনে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ঘটক-পাত্রের

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০১৭, ০০:০০

ঝিনাইদহে কনে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটক ও পাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কোটচাঁদপুর ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে পঙ্কজ হালদারকে বিয়ে দেওয়ার জন্য কনে দেখতে দর্শনার কাছে নিহালপুর গ্রামে যাওয়ার কথা ছিল। নির্ধারিত দিন সোমবার বিকালে পঙ্কজ ও তার মামা কোটচাঁদপুর দুধসরা গ্রামের সঞ্জয় হালদার, নিকটাত্মীয় সজীব হালদার এবং ঘটক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিঙ্গিয়া গ্রামের নিমাই হালদার দুধসরা মোড় থেকে দর্শনা নিহালপুরের উদ্দেশে রওনা দেন।

কোটচাঁদপুর ফায়ার স্টেশন পার হতে না হতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী আলমসাধুটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই ঘটক নিমাই হালদার মারা যান। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব পাত্র পঙ্কজকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ১০ মিনিটে পাত্র পঙ্কজ মারা যান। সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা বিপ্লব কুমার সাহা বলেন, ‘ঘটকের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১মে/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :