পলাশী মোড়ে বাহারি ফলের জুস

সৈয়দ অদিত, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০১৭, ১১:১৯ | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১১:১৬

বর্ষায় রোদের তাপে গলা শুকিয়ে কাঠ না হলেও মৌসুমী ফলের আগমনে রাজধানীর জুসের দোকানগুলো বেশ জমে উঠেছে। আড্ডা কিংবা তৃষ্ণায় তাজা ফলে রস বেশ জনপ্রিয়।

জুসের দোকানগুলোতে রয়েছে দেশি-বিদেশি অনেক ফল। মৌসুমী ফল ছাড়াও রয়েছে শীতকালীন ফল মাল্টা, কমলা, আঙুর। দুই বছর আগে রাজধানীর পলাশীর মোড়ে গড়ে ওঠা ‘পলাশী জুস কর্নার’ বারটি বেশ সুনাম অর্জন করেছে। তাদের একটি মাত্র শাখা রয়েছে। পলাশী জুস কর্নারের মালিক আলাউদ্দিন হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘মৌসুমী প্রায় সব ধরনের ফলের জুস পাওয়া যায় আমাদের এখানে। আমার দোকানে ভেজালের কোনো কারবার নাই। আমার দোকানের জুস কেমন ভালো এইটা আপনে কাস্টমার দেখলেই বুঝতে পারবেন।’

পলাশীর এই জুস বারে সকাল দশটা থেকে রাত অবধি চলে বেচাকেনা। বিশেষ করে সন্ধ্যার পর ভিড় লেগেই থাকে। এখানে রয়েছে কাঁচা আম, পাকা আম, কলা, পেঁপে, জাম, লেবু, তেঁতুল। মৌসুমী ফলের বাইরে রয়েছে আনার, মাল্টা, পেস্তা বাদাম, স্ট্রবেরিসহ আরও অনেক জাতের ফল। ২৫ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত বিভিন্ন ফলের জুস পাওয়া যায় এখানে।

জুস কর্নারে গিয়ে দেখা যায়, এক স্কুলছাত্র জামের জুস খাচ্ছে। ছেলেটির মা আয়েশা জামান ঢাকাটাইমসকে বলেন, ‘আমার ছেলে আজিমপুরের একটা স্কুলে পড়ে। প্রতিদিন ক্লাস শেষে এখানে তার আসতেই হবে। বাসায় জুস বানালে সে খেতেই চায় না। তার এখানকার জুস অনেক পছন্দ।’

(ঢাকাটাইমস/২০জুন/এসও/)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :