রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত সাত হাজার পরিবারকে চাল বিতরণ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২২:২৮ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৭, ১৯:৪২

রাঙামাটিতে সদর উপজেলার ছয়টি ইউনিয়নে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সাত হাজার পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত (জিআর) চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় থেকে এই কুতুকছড়ি ইউনিয়ন ছাড়া অন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হয়।

রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কুতুকছড়ির ক্ষতিগ্রস্তরা চাল নেয় রাঙামাটি শহরের তবলছড়ি খাদ্য গুদাম থেকে।

এছাড়া মগবান, বালুখালী, সাপছড়ি ও বন্দুক ভাঙ্গা ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা।

এ সময় মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বন্দুক ভাঙ্গা ইউপির বরুন কান্তি চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে বালুখালী ইউনিয়নে ১৪শ পরিবার, বন্দুক ভাঙ্গা ইউনিয়নে ১৪শ, মগবান ইউনিয়নে সাড়ে ১২শ, সাপছড়ি ইউনিয়নে ১২শ, কুতুকছড়ি ইউনিয়নে সাড়ে ১১শ এবং জীবতলি ইউনিয়নে সাড়ে ৬শ পরিবারকে ২০ কেজি করে এসব চাল বিতরণ করা হয়।

উল্লেখ্য গত ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসে রাঙামাটিতে মারা যান ১২০ জন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি সদর উপজেলাটি। এই ঘটনার পর নিহতের পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও অন্য ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া হয় শনিবার।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :