আ.লীগের ২০, বিএনপি ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১০:৪৪| আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৩:৩৭
অ- অ+

মাঠের রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য ছুঁড়লেও দলে সদস্য হওয়ার ক্ষেত্রে এক রকমের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপি। দুই দলই সমানতালে চাঁদার পরিমাণ দ্বিগুণ করেছে। যদিও টাকার অংকটা মোটেও বড় কিছু নয়।

আগে যেখানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হতে চাঁদা দিতে হত দশ টাকা । সেখানে এখন দিতে হচ্ছে ২০টাকা। অন্যদিকে বিএনপির প্রাথমিক সদস্য হতে চাঁদা দিতে হত পাঁচ টাকা, এখন দিতে হচ্ছে ১০টাকা।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিদ্ধান্ত দলের সদস্য হওয়ার চাঁদা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ জুলাই দলের ‘প্রাথমিক সদস্য সংগ্রহ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে দশ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলবে। জানা গেছে, বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচির লক্ষ্যমাত্রা দুই মাসে এক কোটি সদস্য সংগ্রহ করা। এই প্রক্রিয়ায় ১০ কোটি টাকা সংগ্রহ হবে দলের তহবিলে।

কেন্দ্রীয়ভাবে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন হওয়ার পর থেকে সারাদেশে পুরোদমে কাজ শুরু করেছে বিএনপির বিভিন্ন ইউনিট।

অন্যদিকে আওয়ামী লীগ সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় গত ২০ মে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন।

তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০ টাকা দিয়েই দলের সদস্য পদ নবায়ন করা যাবে।

ওই সময় অবশ্য প্রধানমন্ত্রী ঠাট্টাচ্ছলে বলেন, ‘২০ টাকা কেন, ১০০ টাকা দেবো, ৫০০ টাকা দেবো। বেশি দিলে তো আপত্তি নেই।’

২০১০ সালে সব শেষ অভিযানে আওয়ামী লীগ দুই কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল। সেটা পূরণ হয়েছিল কি না, সেটা জানা যায়নি। তবে এবার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়নি। ফলে এবার এই অভিযান থেকে কত টাকা পাওয়া যাবে, সেটাও জানা যায়নি।

(ঢাকাটাইমস/১০জুলাই/বিইউ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা