‘গর্ভের সন্তান মেয়ে হওয়ায়’ গৃহবধূ খুন!

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৯:১০ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৭, ১৯:০৬

গর্ভের সন্তান মেয়ে হওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মোস্তফা আহমেদকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামে।

নিহত ওই গৃহবধূর নাম ইয়াসমিন আক্তার। দেবিদ্বার উপজেলার জিন্নতপুর গ্রামের কবির হোসেনের মেয়ে ইয়াসমিন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় স্বামী, দেবর ও দুই ননদকে আসামি করা হয়েছে।

নিহতের বাবা কবির হোসেন জানান, এক বছর আগে ইয়াসমিনের সঙ্গে শিবপুর গ্রামের মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইয়াসমিনকে নির্যাতন করত তার স্বামী। ইয়াসমিন সাত মাসের অন্তঃসত্ত্বা হলে পরীক্ষার মাধ্যমে তার গর্ভে মেয়ে সন্তান বলে জানতে পারেন তার স্বামী। খবরটি জানার পর মোস্তফা স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এর জের ধরেই রবিবার রাতে ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইয়াসমিনের বাবা। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের স্বামীর বাড়ির কারো বক্তব্য জানা যায়নি।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামী মোস্তফাকে আটক করে নিয়ে আসে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :