আরভিনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ১৯:৪০

শ্রীলঙ্কার মটিতে দুর্দান্ত জিম্বাবুয়ে।কদিন আগে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে প্রথমবার তাদের দেশেই হারিয়েছে জিম্বাবুয়ে৷ এই জয় যে অঘটন ছিলনা সেটা তারা প্রমাণ করলো প্রথম টেস্টে৷ শুক্রবার প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম দিনের শেষে আট উইকেট হারিয়ে ৩৪৪ করেছে জিম্বাবুয়ে৷ টেস্টে এক দিনে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের এটা সর্বোচ্চ রান। অনবদ্য সেঞ্চুরি করেছের ক্রেগ আরভিন৷১৫১ রানে আছেন অপরাজিত।

এদিন টস জিতে ব্যটিং নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি অধিনায়ক গ্রেম ক্রেমার৷ শুরুটা ভালো হয়নি আফ্রিকার দেশটির৷ ৭০ রানের মধ্যেই চার উইকেট খুইয়ে বসে তারা৷ দলের এই বিপর্যয়ে হাল ধরেন আরভাইন৷ প্রথমে সিকন্দর রাজা(৩৬) ও তারপর ম্যালকম ওয়ালারকে (৩৬) সঙ্গে নিয়ে ইনিংসের হাল ফেরান তিনি৷ দিনের শেষে ১৫১ রানে অপরাজিত আছেন তিনি৷ সঙ্গে রয়েছেন ডোনাল্ড ট্রিপানো(২৪)৷ শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ১০৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন৷

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৯০ ওভারে ৩৪৪/৮ (মাসাকাদজা ১৯, চাকাভা ১২, মুসাকান্দা ৬, আরভিন ১৫১*, উইলিয়ামস ২২, রাজা ৩৬, মুর ১৯, ওয়ালার ৩৬, ক্রিমার ১৩, টিরিপানো ২৪*; লাকমল ০/৫৮, কুমারা ১/৬৬, হেরাথ ৪/১০৬, পেরেরা ১/৮৬, গুনারত্নে ২/২৮)।

(ঢাকাটাইমস/১৪জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :