ন্যাপকিন না পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:০৬ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৬:৪২

ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের সংখ্যা অপ্রতুল। ভেন্ডিং মেশিন থেকে যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায় তার মানও খুব খারাপ। এই অভিযোগে আন্দোলনে নামলেন কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সোমবার ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিন না পরেই প্রতিবাদ জানালেন তিনি।

বর্ষার এই স্যাঁতসেঁতে পরিবেশে এই পরিস্থিতিতে ক্লাসও করেছেন স্নাতক তৃতীয় বর্ষের ওই ছাত্রী।

তার বক্তব্য, ক্যাম্পাসে মেয়েদের কমন রুমে মাত্র একটি ভেন্ডিং মেশিন আছে। কিন্তু সেই মেশিন থেকে যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায় তা খুবই নিম্নমানের। তাই তার এই প্রতিবাদ। যদিও অনেকের মতে প্রতিবাদের ধরনটি তেমন দৃষ্টিনন্দন নয়, ছাত্রীটির পক্ষে স্বাস্থ্যকরও নয়।

বিষয়টি জেনে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার সকলেরই আছে। কিন্তু এভাবে প্রতিবাদ না করে অন্যভাবেও করা যেত।’

পাল্টা যুক্তি হিসেবে কেউ কেউ মণিপুরের নারীদের নগ্ন প্রতিবাদের দৃষ্টান্ত স্মরণ করিয়েছেন। যদিও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর বক্তব্য, মণিপুরে সেনাবাহিনীর অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মেয়েদের। তারপর তারা ওই রকম প্রতিবাদের পথে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘ছাত্রীটির অভিযোগকে আমি সমর্থন করছি। ধরেই নিচ্ছি ছাত্রীটি বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সাড়া পায়নি। কিন্তু তা হলেও আমি প্রতিবাদের এই পথ বেছে নিতাম না। অন্যভাবে করতাম।’

প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া অবশ্য জানিয়েছেন, এই নিয়ে কোনও অভিযোগ ছাত্রছাত্রীরা তাদের জানাননি। ক্যাম্পাসে যে ভেন্ডিং মেশিন রয়েছে তাতে এক সঙ্গে ৫০০টি স্যানিটারি ন্যাপকিন ভরা থাকে। তার মান খারাপ নিয়ে কোনও অভিযোগ তাদের কাছে আসেনি।

তিনি বলেন, ‘দু’বছর আগে রাজ্যে আমরাই প্রথম এই ভেন্ডিং মেশিন বসাই। আজ হঠাৎ শুনি একটি ছাত্রী আন্দোলন শুরু করেছে। আমি সত্যি অবাক!’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকাল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন থাকে জেনে বিস্মিত হলেন অভিনেত্রী পাওলি দাম। তার বক্তব্য, ‘আমাদের সময় কলেজ-বিশ্ববিদ্যালয়ে এ তো ভাবাই যেত না! সব কিছুতেই একটু ধৈর্য্য ধরা বোধহয় প্রয়োজন। আর এভাবে স্যানিটারি ন্যাপকিন না পরে থাকাটা ছাত্রীটির স্বাস্থ্যের পক্ষেও তো ভাল নয়।’

স্ত্রীরোগ চিকিৎসক অভিনিবেশ চট্টোপাধ্যায়ও এদিন জানালেন, ঋতুকালীন অবস্থায় স্যানিটারি ন্যাপকিন না পরে থাকলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

তবে ছাত্রীটির বক্তব্য, সব কিছু জেনেবুঝে কর্তৃপক্ষের টনক নড়াতেই তার এই প্রতিবাদ। মঙ্গলবার তিনি স্বাভাবিকভাবেই এসে কর্তৃপক্ষকে এ বিষয়ে স্মারকলিপি দেবেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :