মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৭:১৫| আপডেট : ০৫ মে ২০২৪, ১৭:৩১
অ- অ+

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নারী এমপি ও রাজ্যটির স্বাস্থ্য বিষয়ক সহকারিমন্ত্রী ব্রিটানি লউগা অভিযোগ করেছেন, তাকে মাদক খাইয়ে যৌন হেনস্তা হয়েছে।

তিনি জানান, গত সপ্তাহে তার নিজের নির্বাচনী এলাকা ইয়েপ্পুনে সন্ধ্যার পর একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তার অজান্তে তাকে মাদক সেবন করানো হয় এবং পরে করা হয়।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ৩৭ বছর বয়সী এই এমপি গত ২৮ এপ্রিল প্রথমে পুলিশের কাছে এবং পরে হাসপাতালে যান। এর পরই এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান পুলিশ।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লউগা বলেছেন, “হাসপাতালে পরীক্ষায় আমার দেহে মাদক পাওয়া গেছে যেটি আমি গ্রহণ করিনি। এই মাদক আমার দেহে মারাত্মক প্রভাব ফেলেছে।”

কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিস (কিউপিএস) নিশ্চিত করেছে, কর্মকর্তারা রবিবার ইয়েপ্পুনের একটি ঘটনার বিষয়ে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করছেন।

লউগা আরও জানান, তিনি পার্টিতে অংশ নেওয়া অন্য নারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারাও জানিয়েছেন সেদিন সন্ধ্যায় তাদের মাদক খাইয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেছেন, ‘এটি ঠিক নয়। এ ধরনের হেনস্তা ছাড়া আমাদের সমাজের সঙ্গে মেলামেশার সুযোগ থাকতে হবে।’

এ ঘটনা জানার পর বিষ্ময় প্রকাশ করেছেন কুইন্সল্যান্ডের আবাসনমন্ত্রী মেগান স্ক্যানলন। এটিকে ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, ‘ব্রিটানি একজন সহকর্মী, একজন বন্ধু এবং কুইন্সল্যান্ড সংসদের একজন সদস্য। তার সম্পর্কে এগুলো পড়া খুবই বিষ্ময়কর।’

প্রসঙ্গত, মিসেস লউগা প্রায় এক দশক ধরে সংসদে রয়েছেন এবং ২০১৫ সালে কেপেলের আসনে প্রথম নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/০৫মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা