ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৪, ১৯:৩১ | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৮:৫১

ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যক্রম বন্ধ করার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা।

রবিবার একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) গাজায় ছয় মাসব্যাপী যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি সম্প্রচারক আরজাজিরাকে ইসরায়েলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে একটি আইন পাস করার পর এ বিষয়ে ভোট দিয়েছে মন্ত্রিসভা।’

নেতানিয়াহু এক্সে হিব্রু ভাষায় পোস্ট করেছেন, ‘আমার নেতৃত্বাধীন সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে— ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আলজাজিরা বন্ধ করা হবে।’

পৃথক একটি পোস্টে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি বলেছেন, ‘তিনি আলজাজিরার বিরুদ্ধে আদেশে স্বাক্ষর করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে।’

একইসঙ্গে তিনি আলজাজিরার সম্প্রচারে ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। যার মধ্যে রয়েছে- সম্পাদনা এবং রাউটিং সরঞ্জাম, ক্যামেরা, মাইক্রোফোন, সার্ভার এবং ল্যাপটপ, ওয়্যারলেস ট্রান্সমিশন সরঞ্জাম এবং মোবাইল ফোন।

ইসরায়েলের এই সিদ্ধান্ত আলজাজিরার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধকে আরও বাড়িয়ে দিয়েছে। একইসঙ্গে সংবাদমাধ্যমটির অর্থায়নকারী দেশ কাতারের সঙ্গে উত্তেজনা বাড়ানোরও ঝুঁকিও তৈরি করেছে, কারণ ইসরায়েলে এই পদক্ষেপটি এমন সময়ে এলো যখন গাজার যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে আলজাজিরার উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে, সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং হামাসের সঙ্গে সহযোগিতার অভিযোগ এনেছে ইসরায়েল। তবে কাতারভিত্তিক নেটওয়ার্কটি বারবার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ছয় মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের মধ্যে আলজাজিরা একটি, যারা গাজায় ইসরায়েলের বর্বরতাকে তুলে ধরেছে এবং যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেলটির বেশ কয়েকজন সংবাদদাতা নিহত ও আহত হয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে গত মাসে নেতানিয়াহু বলেছিলেন, ‘তিনি ইসরায়েলে আলজাজিরার কার্যক্রম বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবেন।’

সেসময় নেতানিয়াহু এক্স-এ পোস্টে বলেছিলেন, ‘আলজাজিরা ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করেছে, ৭ অক্টোবরের গণহত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে উসকানি দিয়েছে।’

সূত্র: আলজাজিরা

(ঢাকাটাইমস/০৫মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

ইসরায়েলে প্রথমবারের মতো বিমান হামলা চালালো হিজবুল্লাহ

হামাসের টানেল থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

ইসরায়েলকে বোমা সরবরাহে কংগ্রেসে বিল পাস, বাইডেনের নিন্দা 

২৪ ঘন্টায় আরও ৩০ হাজার ফিলিস্তিনি রাফাহ ছেড়েছে: জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :