মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:৪৬ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৭:৪৪

ভারতের মুম্বাইয়ে চারতলা একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। বাড়িটির মধ্যে অন্তত ৩০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে মুম্বাইয়ের পশ্চিম ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় ভবনটির দুটি অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে পাঁচজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী প্রকাশ মেহতা।

নগরের ফায়ার্স সার্ভিসের প্রধান প্রভাত রাহাংদেল জানান, আজ সকাল ১০টা ৪৩ মিনিটে তারা ভবন ধসের খবর পান। এখনো ভবনটির নিচে ৩০ থেকে ৪০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ভবনের প্রতিটি ফ্লোরে তিনটি করে পরিবার থাকত। বাড়িটির প্রথম তলায় একটি নার্সিং হোম ছিল। তবে নার্সিং হোমটি বেশ কয়েক দিন ধরে বন্ধ ছিল।

বহুতল ভেঙে পড়ার ঘটনা মুম্বইয়ে নতুন নয়। অধিকাংশ ক্ষেত্রেই নিন্ম মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরে এই সব বিপর্যয় ঘটে। ঘাটকোপারের বহুতলটি সেই রকম কোনও কারণেই ভেঙে পড়ল কি না, এখনও স্পষ্ট নয়।

সূত্র: এনডিটিভি ও এই সময়

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :