রাবি পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৭, ১১:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আসাবুল হক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী বরাবর তিনি একটি পদত্যাগপত্র জমা দেন বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক ড. আসাবুল হক একটি পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্রটি উপাচার্য গ্রহণ করবেন কি না তার ওপর নির্ভর করছে কবে থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন।

অধ্যাপক ড. আসাবুল হক জানান, ‘দায়িত্ব নেয়ার থেকে আমি দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। আমি গণিত বিভাগের শিক্ষক। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করতে গিয়ে আমার গবেষণার কাজে ব্যাঘাত ঘটছে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, অধ্যাপক আসাবুল হককে ২০১৬ সালের ৩০ জুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :