চাঁদপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২১:০২

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রতিবেশী জয়তন বানুকে হত্যা মামলায় রবিবার বিকালে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত। জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- শাহরাস্তি উপজেলার মনোহরপুর এলাকার বটতলীর মো. শাহআলমের ছেলে সোহাগ।

হত্যা করে চুরি করার অপরাধে ৩০২ ধারায় যাবজ্জীবন ও ৫ হাজার টাকা এবং অপর একটি ধারায় আরো ৩ বছর ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর গ্রামে ২০১২ সালের ২৩ অক্টোবর রাত ৮টার সময় জয়তুন বানু (৮০) কে পুরাতন বাড়ি থেকে পুকুর পাড় দিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় পেছন দিক থেকে চোখ চেপে ধরে। জয়তুন বানু পেছনের দিকে ফিরে তাকে চেনার চেষ্টা করতে গেলে ঘাঢ় মটকিয়ে মাটিতে ফেলে দেয় সোহাগ। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়ার পর জয়তন বানুর মৃত্যু হয়।

ঘটনার পরের দিন নিহতের ছেলে আজগর আলী শাহরাস্তি থানায় মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আমান উল্যাহ ও এপিপি মো. মোক্তার আহমেদ অভি।

আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :