রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৪৯

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ রবিবার দুপুরে খুলনা থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি চলন্ত ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্বার করেছে।

এর মধ্যে রয়েছে দুটি পাইপগান, তিনটি বড় ছোড়া, সাবল ও স্কুডাইভার। এগুলো একটি ব্যাগে ট্রেনের ১৮২০নং বগির বাংকারে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা ব্যাগ বাংকারে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি হারুন মজুমদার জানান, নিয়মিত চেকিংয়ের সময় দুপুরে মেইল ট্রেন থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সম্ভবত একদল ডাকাত ঢাকায় কোরবানি পশু বিক্রি করে ফেরার পথে ওই ট্রেনের যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে ডাকাতির উদ্দেশ্যে এই অস্ত্রগুলো নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। ট্রেনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সস্ত্রাসীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :