ফরিদপুরে পোড়ানো হলো বিপুল কারেন্ট জাল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৭, ১৫:৪২

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা সপ্তম দিনে ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা মাছ ধরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরে উদ্যোগে প্রজনন মৌসুমে "মা ইলিশ সংরক্ষণ" পদ্মা নদীর নর্থচ্যানেল ও ডিক্রিচর ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকায় শনিবার ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত এই আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সোভাংশু মহান জানান, সরকারি আদেশে ১-২২ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে সকল প্রকার ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন প্রশাসনের অব্যাহত অভিযানের অংশ হিসেবে আজ সপ্তম দিনের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, নদীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। পরে বিপুল জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়।

ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :