‘এবার রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৭, ২৩:৪৭

এবারের রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, করদাতাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি আমাদের বিশ্বাস এবার শুধু লক্ষ্যমাত্রা অর্জনই নয়, অতিক্রমও করবে।

মঙ্গলবার আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নজিবুর রহমান এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের জাতির জনকের হাতেগড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড। আমাদের ১৯৭২–৭৩ সালে মাত্র ১৬৬ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু হয়েছিল। আমরা কালক্রমে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতে ধরে কাঙ্খিত লক্ষ্যমাত্রায় এগিায়ে যাচ্ছি। আমরা ২০১৪-১৫ সালে রাজস্ব আহরণ করেছিলাম এক লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকার বিপরীতে এক লাখ ৩৭ হাজার কোটি টাকা। ২০১৫-১৬ সালে আমরা এক লাখ ৫০ হাজার কোটি টাকার বিপরীতে প্রায় এক লাখ ৫৭ হাজার কোটি টাকা। সর্বশেষ ২০১৬-১৭ সালে এক লাখ ৮৫ হাজার কোটি টাকার বিপরীতে আমরা আহরণ করেছিলাম এক লাখ ৮৫ হাজার তিন কোটি টাকা। এ বছর আমদের লক্ষ্যমাত্রা আরও বিশাল দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। আমরা করদাতাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয় অতিক্রমও করব।

মেলার প্রধান সমন্বয়ক এনবিআর সদস্য আবদুর রাজ্জাক বলেন, আজ আয়কর মেলার শেষ দিন। কিন্তু আগামী ১২ তারিখ থেকে মেলার এ সুবিধা আমাদের প্রতিটি কর অঞ্চলে দেয়া হবে। আমরা আয়কর সপ্তাহ পালন করব ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এসময় তিনি বছরব্যাপী এনবিআরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আমরা রাজস্ব সংলাপ করেছি দেশব্যাপী। আমরা কর বাহাদুর সম্মাননা দিচ্ছি। আগামীকাল বুধবার তাদের সম্মাননা দেয়া হবে।

নভেম্বর থেকে আয়কর মেলা আয়োজন করে এনবিআর। এনবিআরের তথ্যানুসারে এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা শুরু হয়। আজ ১৬টি জেলা ও ৩২ উপজেলাসহ ৪৮টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল বুধবার দুপুর ১২টায় শেরে বাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘কর বাহাদুর পরিবার, সেরা করদাতা সম্মাননা ও এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড-২০১৭’ এর আয়োজন করেছে এনবিআর। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এনবিআর থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা 

জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ক্যাম্পেইন উদ্বোধন 

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি, ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :