বিএনপি নেতা সাবেক হুইপ মসিউর রহমান হাসপাতালে

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬
অ- অ+

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মসিউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুকে ব্যথা অনুভূত হওয়ায় মঙ্গলবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এই নেতাকে।

মসিউর রহমান দুর্নীতিৱ দায়ে দশ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত। দুদকের একটি মামলায় রায় ঘোষণার পর গত ২৫ অক্টোবর যশোরের আদালত তাকে কারাগারে পাঠায়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, মঙ্গলবার সকালে মসিউর রহমান বুকে ব্যথা অনুভব করেন। কারা চিকিৎসক তৌহিদুর রহমানকে বিষয়টি জানানো হয়। তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মসিউরকে জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যশোর জেনারেল হাসাপতালের জরুরি বিভাগের ডা. কল্লোল কুমার সাহা বলেন, মসিউর রহমানের রক্তচাপ অত্যন্ত বেড়ে গেছে। এছাড়া তার হার্টেও সমস্যা রয়েছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা