ময়মনসিংহ জেলায় ফের শ্রেষ্ঠ এডিশনাল এসপি রায়হানুল

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৭, ১৪:০৭

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) রায়হানুল ইসলাম আবার ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। এ কর্মকর্তার অধীনে রয়েছে ভালুকা-গফরগাঁও ও পাগলা থানা।

এডিশনাল এসপি রায়হানুল ইসলাম প্রায় এক বছর গফরগাঁও সার্কেলে দায়িত্ব পালনকালে ময়মনসিংহ জেলায় চারবার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহের জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গফরগাঁও সার্কেলের এডিশনাল এসপি রায়হানুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করেন।

দক্ষতা, সাহসিকতা, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপরাধ নির্মূল, আইনশৃঙ্খলার উন্নয়ন, বিশেষ অভিযান পরিচালনা, বাল্য বিয়ে বন্ধ, চুরি ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা ও সাফল্যে জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয়া হয়।

গফরগাঁও সার্কেল অফিস সূত্রে জানা যায়, এডিশনাল এসপি রায়হানুল ইসলাম গত ১ জানুয়ারি এই সার্কেলে যোগদান করেন।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.এস (অনার্স) ও এম এসএস ডিগ্রি লাভ করেন। পরে ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে যোগদান করেন। পরে ঢাকা মেট্রো (ডিবি), সিআইডি ও পুলিশ হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :