ভোলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:২৭

ভোলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন।

পরে ভোলা পুলিশ প্রশাসন, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়াও ভোলার যুগীরঘোলে বদ্ধভূমিতেও পৃথকভাবে পুস্পমাল্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. অহিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের আহ্বায়ক হামিদুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, সদস্য সচিব আদিল হোসেন তপু প্রমুখ।

ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :