আমার জন্ম সিরিয়ায়

কাশফিয়া আঁখি
 | প্রকাশিত : ০১ মার্চ ২০১৮, ১৮:২৯

তোমাকে ধন্যবাদ হে প্রভু!

আমায় দাওনি দীর্ঘ আয়ু,

তোমাকে ধন্যবাদ প্রভু!

কেড়ে নিয়েছো প্রাণবায়ু।

আমার ছোট্ট জীবন বলে

মুক্ত তুমি এখন,

নরক এ পৃথিবী ছেড়ে

স্বর্গ তোমার ভুবন।

আমার হয়নি নেয়া স্বাদ

জীবনের মানে খোঁজা,

আমার জন্ম সিরিয়ায়

মাথায় কঠিন পাপের বোঝা।

আমার ছোট্ট সোনা বোন

ঘুমিয়ে ছিলো ঘরে,

সেও দিয়েছে ফাঁকি

আমারি মতন করে।

আমার শৈশবে মোড়া ঘর

এখন মৃত্যু উপত্যকা

বাবার মেলেনি খোঁজ

মা যে ভীষণ একা।

আমার ছুটি মিলেছে মা!

আমি ফিরতেও চাইনা আর

কেউ খোঁজ নেয়না আজ

দেয়না বাঁচার অধিকার।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :