কুমিল্লায় পল্লী চিকিৎসকের ভুলে শিশু মৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ২১:০৪

কুমিল্লার মনোহরগঞ্জে ভুল চিকিৎসায় সাত মাসের শিশু ফাইজা আক্তার তাবাস্সুমের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার লক্ষ্মণপুর বাজারে মনোরমা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফাইজা আক্তার উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের মড়হ ভাটকোর গ্রামের ফারুকের মেয়ে।

স্বজনদের অভিযোগ, শিশু ফাইজা ঠান্ডাজনিত রোগাক্রান্ত হয়ে পড়লে বৃহস্পতিবার লক্ষ্মণপুর বাজারে মনোরমা ফার্মেসিতে চিকিৎসার জন্য আনা হয়। ফার্মেসির পরিচালক পল্লী চিকিৎসক সঞ্জয় কুমার শীল শিশুটিকে চিকিৎসা দেন। চিকিৎসক সঞ্জয় কুমার শীল ভুলবশত শিশুর শরীরের জন্য ক্ষতিকর একটি ইনজেকশন পুশ করেন এবং আরো চারটি ইনজেকশন পুশ করার পরামর্শ দেন। শুক্রবার সকালে আরেকটি ইনজেকশন দেয়া হয় শিশু ফাইজাকে। এরপর থেকেই অসুস্থতা বাড়তে থাকে তার। শিশুর অবস্থা সঙ্কটাপন্ন দেখে সন্তোষ চন্দ্র শীল ও তার ছেলে সঞ্জয় কুমার শীলের সাথে যোগাযোগ করলে বাকি ৩টি ইনজেকশন সরিয়ে ফেলার জন্য এবং পুনরায় শিশুটিকে নিয়ে আসার জন্য বলেন তারা। ওইদিন সন্ধ্যায় স্বজনরা আবারও শিশুটিকে মনোরমা ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়।

তাদের এ সময় শিশুর স্বজনদের সাথে চিকিৎসকের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষতিকর ইনজেকশনগুলো সরিয়ে ফেলেন সঞ্জয় কুমার শীল। পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় শিশু ফাইজা আক্তার তাবাস্সুম।

শিশুর মা ও বাবা ফারুকের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসা ফাইজার মৃত্যু হয়েছে। এ ঘটনার শনিবার সকালে মনোরমা ফার্মেসিতে তালা লাগিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।

তবে অভিযুক্ত চিকিৎসক সঞ্জয় কুমার শীল ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগটি মিথ্যা বলছেন। এর বাইরে তিনি কিছু বলতে চাননি।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান সরকার বলেন, ভুল চিকিৎসায় সাত মাসের শিশুর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ফার্মেসিতে রোগী চিকিৎসা আবার পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু দুইটি অপরাধের জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :