বরিশাল-পটুয়াখালী-বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার

ব্যুরো প্রধান, বরিশাল
| আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৩০ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ১৭:১৬
ফাইল ছবি

বরিশাল-পটুয়াখালী ও বরগুনা জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুরু হওয়া বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টায় বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা।

তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুখালীতে গাড়ি থেকে চাঁদা আদায় ও যাত্রী হয়রানিসহ বরিশাল-পটুয়াখালী-বরগুনা জেলার মালিক সমিতির গাড়ি প্রবেশ করতে না দেয়ার ঘটনায় জেলা প্রশাসনের আশ্বাস দিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তঃজেলা পরিবহনগুলো মির্জাগঞ্জে বাস চালনা পূর্বের নিয়মে করবে। এতে কোন বাধা দেয়া যাবে না। আর যারা মির্জাগঞ্জে এখন নিজেদের বাস মালিক সমিতি হিসেবে দাবি করছে তারা উপজেলার মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, এদিকে ঝালকাঠি বাস মালিক সমিতির দাবির প্রেক্ষিতে বরিশাল মালিক সমিতির একটি বাসের বিপরীতে তাদের একটি বাস কুয়াকাটা পর্যন্ত যাওয়ার অনুমতি দেয়া হয়। তবে ঝালকাঠি মালিক সমিতি তা মানতে নারাজ।

তারা তাদের দাবি ও কার্যক্রম নিয়ে অনড় থাকায় ডিআইজি বরিশাল মালিক সমিতিকে ঝালকাঠি ও ঝালকাঠি হয়ে সব রুটে বাস চালাতে বলেন। প্রয়োজনে পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

মালিক সমিতির এই নেতা বলেন, ঝালকাঠির নতুন নির্মিত বাস টার্মিনাল রাখা যাবে না বলেও সভায় আলোচনা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-পটুয়াখালী মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ বলেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠির জেলার সড়ক হয়ে দক্ষিণের ৬টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঝালকাঠি বাস মালিক সমিতি নলছিটির রায়াপুরে অস্থায়ী বাস টার্মিনাল করে সেখান থেকে তাদের জেলাসহ পিরোজপুর ও খুলনা জেলায় বাস চলছে। কিন্তু বরিশাল মালিক সমিতির গাড়ি ঝালকাঠি ও ঝালকাঠি হয়ে অন্যান্য রুটে চলাচল করতে দিচ্ছে না। এনিয়ে প্রশাসনের সাথে বারবার বৈঠক হলেও এর সমাধান হয়নি।

তাই বুধবার সকাল থেকে বরিশাল পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক সমিতি বাস ধর্মঘটের ডাক দেয়।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় প্রশাসনের হস্তক্ষেপে বরিশাল নগরের ডিআইজি অফিসে বৈঠক হয়। যেখানে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিকাল সাড়ে ৪টা থেকে বাস চলা শুরু হয়, তবে ঝালকাঠি তাদের দাবিতে অনড় রয়েছে।

বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবুও বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, আমাদের ন্যায্য হিস্যার দাবির বিষয়গুলো নিয়ে কোন গুরুত্ব দেয়া হয়নি সভায়। তাই আমরা পূর্বের মতোই ঝালকাঠির রায়পুর থেকে বাস চালাব এবং বরিশালের কোন গাড়ি ঝালকাঠিতে প্রবেশ করতে দেয়া হবে না।

(ঢাকাটাইমস/১৫মার্চ/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :