ঢাকা সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১৮:৫১

স্বাস্থ্যগত সনদ প্রদানের সময় ঘুষের লেনদেনের অভিযোগে ঢাকা সিভিল সার্জন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার দুদকের একটি টিম রাজধানীর আজিমপুরে সিভিল সার্জন কার্যালয়ে আকস্মিক অভিযান চালায়। এতে দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান নেতৃত্ব দেন।

ভুক্তভোগী চাকরি প্রত্যাশিদের থেকে দুদকের অভিযোগ নম্বরে (১০৬) অভিযোগ আসার পর এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে দুদকের একটি সূত্র।

প্রায় তিন ঘন্টার এ অভিযানে কিভাবে ভুক্তভোগীরা হয়রানির শিকার হয়, কিভাবে তাদের নিকট হতে অর্থ আদায় করা হয়, কিভাবে ঘুষের অর্থ বিলি বন্টন হয় তা উদ্ঘাটন করে দুদক কর্মকর্তারা।

দুদক সূত্র জানায়, অভিযানে দুদক টিমের জিজ্ঞাসাবাদে ওই অফিসের কর্মচারীরা স্বীকার করেন যে, তারা জনপ্রতি ন্যূনতম তিনশ হতে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করে থাকে।

এ সময় দুদকের পক্ষ থেকে উপস্থিত চাকরি প্রার্থীদের কাছে দুর্নীতিবিরোধী লিফলেট ও দুদক হটলাইন (১০৬) এর স্টিকার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘দীর্ঘ দিন যাবৎ এ দুর্নীতি চলছে। গৃহীত জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে শীঘ্রই দুদক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তবে আজকের অভিযানের পর ঘুষ-দুর্নীতির প্রবণতা সম্পুর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।’

অসৎ ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তারের জন্য ট্র্যাপ (ফাঁদ) টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/১৮জুলাই/এএকে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :