মোদির প্রতি খুশি প্রধানমন্ত্রী: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী খুশি আছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেছেন, ‘স্বাধীনতা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দুই দেশই অঙ্গীকারবদ্ধ।’

মঙ্গলবার ভোলার বাংলাবাজারে ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমানমন্ত্রী সুরেশ প্রভাকরের উপস্থিতিতে এক মত বিনিময়ে এ কথা বলেন ক্ষমতাসীন দলের বর্ষীয়ান নেতা।

ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ সফরে তার সম্মানে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এবং বাণিজ্য বিষয়ে এই সুধী সমাবেশের আয়োজন করে ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মহান নেতা। তিনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ও ভারতের প্রধানমন্ত্রী এক সাথে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর প্রতি খুশি।’

ভারতীয় মন্ত্রী সুরেশ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরকে সাহায্য করার চেষ্টা করছেন। ... বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে সোনালী চুক্তি।’

‘ভোট হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ এ সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন তোফায়েল। বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তিন মাস পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক।’

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে আসেনি বিএনপি-জামায়াতের নেতৃত্বে ২০ দল এবং সমমনারা। আর একতরফা নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

আগামী সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট আসবে-এমন ঘোষণা এখনও আসেনি। তবে এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাশাপাশি গণফোরাম এবং যুক্তফ্রন্টের মধ্যে ঐক্যের আলোচনা চলছে। আর এই জোটের সম্ভাব্য নেতা কামাল হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি আছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবি তাজুল ইসলাম, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, ভারতের সিভিল এভিয়েশনের যুগ্ম সচিব শেফালী জুনিঘা, স্কয়ার গ্রুপের মহাব্যবস্থাপক তপন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের সায়েম সোবাহান তানভির, ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

এই বিভাগের সব খবর

শিরোনাম :