ওবায়দুল কাদেরের উদারতা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:৩২ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:২২
ওবায়দুল কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃতি করে ফেসবুকে ছবি পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল এক মানবাধিকার কর্মীর বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজের উদ্যোগে রুমি আক্তার নামের ওই নারীর জামিন করিয়েছেন। পুলিশ সুপার ও বাদীর সঙ্গে কথা বলে মামলাটিও প্রত্যাহার করিয়েছেন।

শেরপুরের ঝিনাইগাতীর মানবাধিকার কর্মী রুমি আক্তার বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিছা খানমের আদালতে জামিন পান।

চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর সেতুমন্ত্রীর অনুরোধে মামলাটি প্রত্যাহার করেছে পুলিশ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের ঢাকাটাইমসকে জানান, মন্ত্রীর হস্তক্ষেপেই রুমি আক্তার মুক্তি পেয়েছেন।

তিনি জানান, মন্ত্রী মামলার বিষয়টি জানতেন না। পরে তিনি শেরপুরের পুলিশ সুপার ও মামলার বাদীর সঙ্গে ফোনে কথা বলে মামলাটি প্রত্যাহারের ব্যবস্থা করেন।

রুমি আক্তার বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঝিনাইগাতী শাখার মহিলা বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার ভালুকা গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের মেয়ে।

গত সোমবার রাতে ঝিনাইগাতী পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে হাজির করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে রুমির জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক মো. আমিনুর রহমান তরফদার।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান রুমির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রুমি আক্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে তার ফেসবুকে পোস্ট দেন। এতে মন্ত্রীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বাদীসহ অন্যরা মর্মাহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :