গোপালগঞ্জে ছয় প্রকল্পের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ থেকে
| আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০০:০৮ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ০০:০১

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

ঢাকার গণভবন থেকে গোপালগঞ্জ শহর তলীর গোবরার নির্মিত ইডিসিএল ভবনে এই কনফারেন্সিং আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জে অংশে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এ সেখানে যুক্ত হবেন।

উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেল পথ নির্মাণ, ৯৫৯ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর কাশিয়ানীর শংকর পাশায় কালনা সেতুর নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের পেনিসিলিন প্রোডাকশন ইউনিটের উদ্বোধন, ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ বেতারের উদ্বোধন এবং প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানা ভবনের উদ্বোধন।

এছাড়াও ৪৭৩ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। এতে ২ লাখ ১৪ হাজার ৩৮৮জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন।

এর জন্য ৪ হাজার ২৫ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।

এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে।

বিশেষ করে নতুন রেল লাইন নির্মাণের ফলে এখন থেকে গোপালগঞ্জের লোকজন স্বল্প খরচে রেলে চড়ে রাজবাড়ীর কালুখালী হয়ে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রেলের কার্যক্রম উদ্বোধনের পর ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, শোভন ২৫০ টাকা, শোভন চেয়ার ২৯৫, প্রথম শ্রেণি ৩৮৫, এসি চেয়ার ৪৯৫, এসি প্রথম শ্রেণি ৫৯০ টাকা।

গোপালগঞ্জসহ নড়াইল, যশোর, খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মধুমুত নদীর ওপর নির্মিত কালনা সেতুর নির্মাণ। এদিন এই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই প্রথম মধুমতি নদীর ওপর দেশের ‘প্রথম’ ছয় লেনের সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

গোপালগঞ্জের কাশিয়ানীর শংকরপাশা ও নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা পয়েন্টে এ সেতু নির্মিত হবে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এ সেতুর নির্মাণ কাজ চলবে।

ইতিমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান নদীর দুপাড়ে মালামাল আনা শুরু করেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ও সেতু কর্তৃপক্ষ নড়াইলের লোহাগড়ার মদিনাপাড়ায় ভাড়া বাড়িতে অফিস চালু করেছে।

কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ ঢাকাটাইমসকে জানান, ছয় লেনের এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুতগতির এবং দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুর দৈর্ঘ্য হবে ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশের অ্যাপ্রোচ সড়ক হবে ৪ দশমিক ৩০ কিলোমিটার। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৫৯ কোটি টাকা।

জাপান ইন্টারন্যাশনাল করেপোরেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ সেতু নির্মিত হচ্ছে। জাপানের টেককেন কর্পোরেশন, ওয়াইবিসি ও বাংলাদেশের আব্দুল মোনেম লিমিটেড যৌথভাবে এই সেতুর নির্মাণ কাজ করবে।

এদিকে ইডিসিএল এর পেনিসিলিন ওষুধ উৎপাদন শুরু হওয়ার মধ্য দিয়ে এখানে অসংখ্য লোকের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আর গোপালগঞ্জ বেতারের কার্যক্রমের মাধ্যমে এ জেলার শিল্প-সাহিত্যের সাথে জড়িতরা তাদের কাজের প্লাট ফরম পাবেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা ঢাকাটাইমসকে বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন। এ সংক্রান্ত সকল ধরনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে শেষ করেছি।

জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার বলেন,এসব প্রকল্প উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। স্থানীয়দেরও কর্মসংস্থান হবে। এখানকার উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে সহজে আনা নেয়া যাবে। শ্রমিক বা কৃষকরা তাদের ফসলের সঠিকমূল্য পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাটাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/ইএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

সরাইলে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :