স্থানীয় সরকার সচিব হচ্ছেন গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৫২

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্বে দেয়া হচ্ছে। আর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমদ খানকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব দেয়া হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আবদুর রব হাওলাদারের ৩০ নভেম্বর অবসরে যাওয়ার কথা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে ইতোমধ্যে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোন সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

এস এম গোলাম ফারুক গত এপ্রিলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব হিসেবে যোগ দেন। ১৯ সেপ্টেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জাফর আহমদ খানকে গত ১৫ মার্চ পানিসম্পদ মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।

(ঢাকাটাইমস/০১নভেম্বর/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :