ভেনিসে বিজয়ফুল কর্মসূচি পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

ইতালির বাংলা প্রেসক্লাব মিলানের সহযোগিতায় ভেনিস বাংলা স্কুলের আয়োজনে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিজয়ফুল তৈরি ও একে অপরকে পরিয়ে দেয়া এবং আলোচনা সভার মধ্যদিয়ে বিজয়ফুল অনুষ্ঠান পালন করা হয়েছে।

পাঁচটি সবুজ পাপড়ি আর মাঝখানে লাল বৃত্ত তৈরি করতে করতে শিশুরা জানতে চায়, কেন পাঁচটা পাপড়ি, কেন বৃত্তটি লাল। ‘পাঁচটি পাপড়ি দিয়ে কত কিছু বোঝানো যায়। পাঁচটি মৌলিক অধিকার, আমাদের দেশের পাঁচটি প্রধান নদী, আমাদের সমাজের পাঁচটি গোষ্ঠী। বিজয়ফুলের মাঝখানের লাল বৃত্তটি আমাদের স্বাধীনতার সূর্যের প্রতীক।

প্রবাসী শিশুকিশোররা বেশ মনোযোগ দিয়ে এই বিজয়ফুল তৈরি করে।

বিজয়ফুলের উজ্জীবক নাজমুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সহ সভাপতি উদ্দিন আক্তার, সদস্য হান্নান মিয়া, শিক্ষা সম্পাদিকা নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, সহ-মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, শিক্ষিকা রিমা বড়ুয়া, দিলরুবা জামান প্রমুখ।

ডিসেম্বরের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিজয়ফুল ধারণের কর্মসূচি পালন করার জন্য সকল প্রবাসীদের আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :