বলিউডে পাক শিল্পীদের চান না হেমা মালিনী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১০:৫৫| আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১২:১৪
অ- অ+

বলিউডে পাক শিল্পীরা অভিনয় করুক এটা চান না হেমা মালিনী। তার ভাষ্য, পাক অভিনেতাদের উপস্থিতি তিনি সমর্থন করেন না।

তিনি বলেন, আমি দেশের সেনা জওয়ানদের পাশে আছি। কারণ, তারা দেশের জন্য লড়াই চালাচ্ছেন।

হেমা আরও বলেন, আমি দেশের জওয়ানদের সমর্থনে ১০০ শতাংশ সমর্থন করি, যারা দেশের জন্য লড়াই করেন এবং বলিদান দেন।

শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন ৬৭ বছরের এই অভিনেত্রী। বলেন, সার্জিক্যাল স্ট্রাইক করে আমাদের সেনা দুর্দান্ত কাজ করেছে।

এই প্রসঙ্গে হেমার অভিমত, ‘আমাদের সকলের উচিত তাদের সমর্থন করা। কেন অভিযানের প্রমাণ চাওয়া হচ্ছে? প্রশ্ন হেমার। এটা অভাবনীয়।

যদিও দিন দুয়েক আগে ভিন্ন কথা শোনা গিয়েছিল হেমার কথায়। সেখানে পাক শিল্পীদের কাজের প্রশংসাও করেছিলেন তিনি। বলেছিলেন, একজন শিল্পী হিসেবে আমি তাদের কাজকে সমর্থন করি। তবে, এটা বলতে পারব না যে, তাদের এদেশে থাকা উচিত না কি চলে যাওয়া।

তিনি আরও বলেছিলেন, শিল্পীরা শিল্পী-ই। সে ভারতের হোক বা পাকিস্তানের। এটা দুর্ভাগ্যের যে ওরা পাকিস্তানের। তবে, ওরা সকলেই ভাল শিল্পী। ভারতে ওরা ভাল কাজ করেছে বলেও জানান হেম।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT Economics Department Hosts Insightful Session on "Research Methodology: Economic Advancement in Real Life" During Research Week of the University
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে
১৪ বছর পর আকাশপথে আজ ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট শুরু
দেশে দেশে নিপাহ ভাইরাস সংক্রমণ, যেভাবে সতর্ক থাকবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা