অপেরা হাউজে মুশফিক, কায়েসদের ‘বর্ণিল সময়’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৬, ১৬:০৪
অ- অ+

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিপর্ব চলছে। সুদূর অস্ট্রেলিয়ায়। সিডনির ব্লাকডাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে আজ থেকে পুরদোমে অনুশীলন শুরু হওয়ার কথা। তার আগে ঘুরেফিরে মন চাঙ্গা করে রাখছেন মুশফিকুর রহিম-ইমরুল কায়েস তাইজুল ইসলামরা।

সোমবার মুশফিক নিজের ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেছেন। অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অপেরা হাউজের পাশে তোলা ছবিটি। সমুদ্র সৌকতের নীল জলরাশির পাশে বসে সেলফি তুলেছেন চারজন-পেছনে শুভাশিষ রায়, ইমরুল কায়েস এবং তাইজুল ইসলাম। আর সামনে মোবাইল হাতে মুশফিক। তবে ছবিটি কে তুলে দিয়েছেন তা জানা যায়নি।

বিপিএলের ফাইনাল থাকায় খেলোয়াড়রা দুইভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া গেছেন। প্রথমভাগ অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে ৮ নভেম্বর। গতকাল তারা অনুশীলন করেন।

মাশরাফি, তামিম, রিয়াদসহ দ্বিতীয়ভাগের খেলোয়াড়রা গতকাল সন্ধ্যায় সিডনিতে পৌঁছান।

নিউজিল্যান্ডে যাওয়ার আগে মাশরাফিরা ১০দিন অস্ট্রেলিয়ায় থাকবেন। অনুশীলনের পাশাপাশি বিগ ব্যাশের শীর্ষ দুটি দলের সঙ্গে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে হাথুরুর ছেলেরা।

দলের একমাত্র সদস্য হিসেবে সাকিব আল হাসান আলাদা সিডনিতে গেছেন। একদিন বেশি ছুটি নিয়ে গতকাল রাতে সিডনির উদ্দেশে রওনা দেন তিনি।

অস্ট্রেলিয়ায় ক্যাম্প সেরে নিউ জিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

মুশফিকরা আগেভাগে অস্ট্রেলিয়ায় পৌছে যাওয়ায় প্রথমদিন ঘুরেফিরে কাটিয়েছেন। শপিংয়ের কাজ সেরেছেন।

মুশফিক অপেরাহাউজের পাশে বসে ছবি তুলে ফেসবুকে লিখেছেন, ‘ভালো ছিল দিনটা।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা