বিস্কুট দৌড়ে চুন খেয়ে ১২ স্কুলছাত্রী অসুস্থ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২১:৫২ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ২১:৪৮

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাবধনাবশত চুন খেয়ে গুরুতর অসুস্থ হয়েছে পড়েছে ১২ শিক্ষার্থী। তাদের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এক পর্যায়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এ সময় পেছনে হাত বাঁধা অবস্থায় প্রতিযোগী শিক্ষার্থীরা চুন দিয়ে ঢেকে রাখা বিস্কুট মুখে নিলে তাদের মুখ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদের মধ্যে মনি নামের এক শিক্ষার্থীর চোখ ও মুখ মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সপ্তম শ্রেণির আহত অপর শিক্ষার্থীরা হলেন, রিফাত নানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বণর্, মৌমিতা, রুকাইয়া জাহান, অনামিকা ও মনিরা জান্নাত মিম। দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিযে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ সরকার জানান, আক্রান্তদের চিকিৎসা চলছে। একজনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সেরে উঠছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :