‘সবাই মিলে শিল্পীদের সংগঠনটি এগিয়ে নিয়ে যাবো’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩১ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২০

শিল্পী সংঘের নতুন সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেছেন, ‘আমরা যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছি, যারা হননি তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কারণ এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের ভেতরেও কোনো না কোনো স্বপ্ন ছিল যা বাস্তবায়ন করতে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাদের নিয়েই আমার কাজ করবো।’

বুধবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবারের নির্বাচনের একটি সুন্দর দিক তুলে ধরে তিনি বলেন, ‘সত্যিই এটি একটি বিরল ঘটনা, এবারের নির্বাচন কোনো কেউ কারো বিরুদ্ধে কোনো কটূক্তি করেনি। কেউ কারো নামে কোনো কুৎসা রটায়নি। ‘ভোট চাই ভোট চাই’ শ্লোগানটিও ওঠেনি। খুব নীরবে হ্যান্ডবিল প্রচার করা হয়েছে। এভাবেই শেষ হয়ে নির্বাচন। যা সত্যিই অসাধারণ।’

নাসিম বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি শিল্পকলায় তারকাদের একটি মিলবন্ধন তৈরি হয়েছিল, যা আমাদের শিল্পী-পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করেছে।’

এই অভিনেতা বলেন, ‘আজ এ সংগঠনের মধ্যে ৪৯ জন প্রাথীর মধ্যে আমরা ২২ জন নির্বাচিত হয়েছি। আমরা শুধু দায়িত্ব পেয়েছি কিন্তু একটা বিষয় আমি মনে করি, সবাই মিলে এক সঙ্গে কাজ করবো। এ সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবো।’

নিজেদের আরও ঐক্যবদ্ধ করে তুলতে হবে জানিয়ে এই অভিনয় শিল্পী বলেন, ‘আমাদের ৭১৮ থেকে ৭২০ জনের মতো সদস্য রয়েছেন অভিনয় সংঘ পরিবারের। এখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতাকে। কিভাবে বড়দের সাথে আচরণ করেতে হবে, ছোটদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এদিকে নজর দেয়া হবে। এভাবে যদি আরও কয়েকবার আমরা একসাথে বসতে পারি প্রত্যেকে প্রত্যেকের চেহারাও চিনবে, সবার সম্বন্ধে সবাই জানবে। এতে এক্যবদ্ধ হতে সাহয্য করবে।’

নতুন পরিকল্পনার কথা জানিয়ে আহসান হাবিব নাসিম বলেন, ‘স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। যেগুলো কমিটি বসে সিদ্ধান্ত নেবে। যা দেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে। এই ৭১৮ জনের অভিনয় সংঘের পরিবার একটি ব্যাপক পরিবার হিসেবে গড়ে উঠুক সেই কামনা করছি।’

নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, ‘যারা নির্বাচন কমিশনার ও আমাদেরকে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই।’

এছাড়া শপথ গ্রহণকারী নির্বাচিত প্রত্যেক শিল্পীই নাটকের উন্নয়নে, নিজেদের অধিকার রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। শপথ গ্রহণ শেষে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড অব বাংলাদেশ, ক্যামেরাম্যানদের সংগঠন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ছাড়াও নাট্যসংঘ, প্রডিউসার অ্যাসোসিয়েশনের নেতারা শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :