কম দামে দেশি মোটরসাইকেল

অটোমোবাইল প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১৮:০১
অ- অ+

কম দামে একটি দেশি মোটরসাইকেল উৎপাদন করছে রোডমাস্টার। বাংলার বাইক খ্যাত এটির মডেল রোডমাস্টার প্রাইম। এতে ৮৪ সিসির ইঞ্জিন রয়েছে।

দেখতে আকর্ষণীয় এই বাইকটির বিশেষত্ব হচ্ছে এতে সেলফ স্ট্যার্টার আছে। উভয় চাকায় ব্যবহৃত হয়েছে অ্যালয় রিম।

রোডমাস্টারের সাশ্রয়ী দামের এই বাইকটিতে আছে ৮৪সিসির ৪ স্ট্রোক এয়ারকুলড, ট্রান্সভার্স ৪ সিলিন্ডার ইঞ্জিন। প্রতি সিলিন্ডারে আছে ২ টি ভাল্ব। বাইকটির ম্যাক্স পাওয়ার ৪.৫ @ ৮০০০ আরপিএম। ম্যাক্স টর্ক ৫.৭ এনএম @৬০০০ আরপিএম।

৪ স্পিড গিয়ার বক্সের এই বাইকটিতে মাল্টিপল প্লেট, ওয়েট ক্লাচ ব্যবহার করা হয়েছে।

রোডমাস্টার প্রাইমে শক্তিশালী ইএফটি ইঞ্জিন রয়েছে। এর শক্তিশালী ইঞ্জিন সড়কে মসৃণ গতি দেবে। বাইকটিতে বিল্টইন মোবাইল চার্জার কাম ইউএসবি পোর্ট রয়েছে।

বাইকটির চেসিস ডাবল টিউবুলার স্টিল ক্রেডেল টাইপ ফ্রেম। এর ফ্রন্ট সাসপেশন টেলিস্কোপিক ফর্ক, রিয়ার সাসপেনশন ডুয়েল শর্ক অ্যাবসর্ভার। বাইকটির উভয় চাকায় ড্রাম ব্রেক রয়েছে।

বাইকটিতে ১২ ভোল্টের ব্যাটারি রয়েছে। এতে লেগ গার্ড এবং শাড়ি গার্ড আছে। ফ্রন্ট টায়ার সাইজ ২.৫-১৭, রিয়ার টায়ার ২.৭৫-১৭। এর ইগনিশন ইলেলট্রিক এবং কিক।

দেশের বাজারে বাইকটির মূল্য ৬৪ হাজার ৯০০ টাকা। বাইকটি কিস্তিতেও কেনার সুযোগ আছে।

যোগাযোগ:

ফেসবুক: facebook.com/RoadMasterBD

(ঢাকাটাইমস/২মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা